`নেপালে চাচা বা কাকা সম্বন্ধীয় লোকদের ‘কাকাজু’ নামে ডাকা হয়। এ চমৎকার লোকগল্পটি এমন এক কাকাজুর; যে কোনো সাধারণ কাকা তো নয়ই বরং এক মহা ধুরন্ধর ঠক। সাধারণ মানুষের কাছে সে ‘কাকা’। লোকদের ঠকাতে গিয়ে এমনকি দেশের রাজারও কাকা হয়ে ওঠে সে। তার উপস্থিত বুদ্ধি ও বানিয়ে গল্প বলার সহজাত প্রবণতা সাধারণ মানুষকে কতটা বোকা ও নির্বোধে পরিণত করতে পারে, এ মজার গল্পটি সে ঘটনারই অনন্য বর্ণনা।
প্রতারক হলেও কাকাজুর বুদ্ধির তারিফ করতে হয়; যদি তা সে লোক-ঠকানোর কাজে ব্যবহার না করে ভালো কাজে প্রয়োগ করতো, তবে কতই না মঙ্গল হতো তার নিজের ও মানুষের!
এটি শিশু-কিশোরদের এক শিক্ষণীয় গল্পপাঠের অভিজ্ঞতা দেবে।