হারুকি মুরাকামি একজন তুমুল জনপ্রিয় জাপানি লেখক। তাঁর সব কয়টি বই জাপান এবং বিশ্বজুড়ে বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে। পঞ্চাশটির বেশি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে।
পেয়েছে অসংখ্য পুরস্কার, যার মধ্যে-ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড, জেরুজালেম অ্যাওয়ার্ড ফ্রাঙ্ক ও কনর শর্ট স্টোরি অ্যাওয়ার্ড, ফ্রাঙ্ক কাফকা অ্যাওয়ার্ড ইত্যাদি অন্যতম।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-নরওয়েজিয়ান উড, কাফকা অন দ্য শোর, ওয়ান কিউ এইট ফোর, আ ওয়াইল্ড শিপ চেইজ, আফটার ডার্ক ইত্যাদি। ইংরেজি সাহিত্যের বেশকিছু বই তিনি জাপানি ভাষায় অনুবাদ করেছেন। ক্লাসিক্যাল ও জ্যাজ মিউজিকে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। লেখনীতেও সে ছাপ স্পষ্ট। তাঁর সংগ্রহে রয়েছে ৬০০০-এরও বেশি মিউজিক রেকর্ডস। প্রিন্সটন ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মুরাকামিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। ২০১৫ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের একজন হিসেবে তালিকাভুক্ত করে।
হারুকি মুরাকামি
সমসাময়িক পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় লেখকদের মধ্যে অন্যতম হারুকি মুরাকামির জন্ম ১২ জানুয়ারি, ১৯৪৯, জাপানের কিয়ােটো শহরে। বর্তমানে টোকিওতে বসবাসরত এই লেখক এ পর্যন্ত লিখেছেন তেরােটি উপন্যাস এবং চারটি গল্পগ্রন্থ, যেগুলাে অনূদিত হয়েছে। পঞ্চাশটিরও অধিক ভাষায়। তার রচিত কথাসাহিত্য তাকে জাপান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালােচকদের প্রশংসা ও অনেক পুরস্কার এনে দিয়েছে। এইসকল পুরস্কারের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড (২০০৬), ফ্রাংক ও’কনার আন্তর্জাতিক ছােটগল্প পুরস্কার অপরদিকে তার সমস্ত শিল্পসম্ভারের জন্য ফ্রানৎস কাফকা পুরস্কার (২০০৬) এবং জেরুজালেম পুরস্কার (২০০৯) অন্যতম।
দি গার্ডিয়েনের স্টিভেন পুল সাহিত্যকর্মের জন্য হারুকি মুরাকামিকে পৃথিবীর জীবিত সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে অন্যতম বলে আখ্যা দেন।
তিনি গত এক দশকে কয়েকবার সাহিত্যে নােবেল পুরস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছেন।