ফ্ল্যাপঃ কয়েকটি খুন হয়ে গেল। প্রতিটি খুন রহস্যজনক। সেসব খুনের সাথে দূর্ভাগ্যজনক ভাবে জড়িয়ে পড়ে শুভ্র। তার সাথে পরিচয় হয় মধ্যবয়স্ক একজন প্রফেসরের, যিনি এই খুনগুলো নিয়ে তদন্ত করছেন। তিনি কেন তদন্ত করছেন? বিদেশ থেকে শুভ্রর ইন্টারনেটে পরিচিত হওয়া বিদেশী বন্ধু এল। তার ও আগ্রহ এই খুনগুলোর প্রতি? কিন্তু কেন! ছেলেটি সাথে নিয়ে এল একটি সবুজ ডায়রি। তার পূর্বপুরুষ একজনের লেখা। এক কৌতুহল পূর্ন প্রাচীন পৃথিবীর বর্ননা, তার পূর্বপুরুষের ঠগী হওয়ার গল্প। হ্যা, তিনিই সেই ক্রেয়াগ। যে ইংরেজ হয়েছিল ঠগী। ইতিহাসের সেই তুসুমবাজ। প্রাচীন সময়ের ক্রেয়াগ ও স্যার উইলিয়াম হেনরি স্লীম্যানের দ্বৈরত। খুন হয় আরো কয়েকটি। হারিয়ে যায় প্রাচীন বাংলার এক মূল্যবান প্রত্নসম্পদ। কিন্তু কে ছিল খুনি? কি ছিল এসব খুনের মূল উদ্দেশ্য? মূলত এসব নিয়েই কাফকা ক্লাব।