কাব্যগ্রন্থটি মূলতঃ একটি প্রণয় ও বিরহের কাব্যগ্রন্থ। যেখানে আরও আছে বাস্তব জীবনের টানাপোড়েনের কথা, দহনের কথা এবং মা, মাটি মানুষের কথা। বইটি আমাদের দেশের বিভিন্ন জেলায় প্রচলিত আঞ্চলিক ভাষার মিশ্রণে নির্মিত। বইটিতে পাঠক তার টুকরো টুকরো নিজেকে খুঁজে পাবেন বিভিন্ন স্বাদ ও অনুভবে লেখা কবিতাগুলোতে। লেখকের অন্যান্য বইগুলোর মতো এই কাব্যগ্রন্থটিও তার নিজস্বতায় পাঠক মনে জায়গা করে নেবে আশা করছি।