শুধুমাত্র দেশীয় সীমায় বাংলা কবিতাকে গণ্ডিবদ্ধ কেন করতে চাই আমরা, আমার বোধগম্য হয় না। কবিতাকে এপার আর ওপার বাংলায়ইবা কেন ভাগাভাগি? সাহিত্য তো ভাষার ব্যাপার। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশেও আমাদের প্রবাসী কবি বা লেখকেরা লিখে যাচ্ছেন বাংলায়। তাহলে আজ যখন কোনও বাংলাদেশী আলোচক বাংলা কবিতার ইতিহাস নিয়ে কথা বলেন, তিনি কেন রবীন্দ্রনাথ, নজরুল আর জীবনানন্দের পর শুধু বাংলাদেশের কবিদের নিয়ে কথা বলেন, পশ্চিমবঙ্গের আর কোনও কবিকে চোখে দেখেন না? আবার ঠিক উল্টোভাবেও পশ্চিমবঙ্গের কোনও আলোচক সযতনে কেন এড়িয়ে যান বাংলাদেশের কবিদের ?