একবিংশ শতাব্দীর তৃতীয় দশক হাঁটছে, হেঁটে যাচ্ছে; মানুষগুলো যান্ত্রিক হয়ে আলোর গতিকে পেছনে ফেলে ওড়াচ্ছে রঙিন ফানুস; সময়ও তেমনি 5G তে চলছে; এরই মাঝে দিন আসে, দিন চলে যায়, অবসাদের বিকেল শেষে নির্ঝর সন্ধ্যা নামে; তারপর, নামে যৌবনবতী কচি রাত; বালিয়াড়ির চর, আটকে গেছে বিকল জাহাজ, তার ভাঙা মাস্তুল, পাটাতনে শুয়ে আছে অনাহারী দিভ্রান্ত বিধ্বস্ত নাবিক;
সোহেল চৌধুরী
Overall Ratings (0)