ঢাকা জেলার সভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাঈমুল রাজ্জাক, পিতা- আব্দুর রাজ্জাক, মাতা- জেসমিন আরা। তার গ্রামের বাড়ি সাভার উপজেলার অন্তর্গত আওলিয়া থানায় অবস্থিত। তার পিতা পেশায় একজন সরকারী চাকুরিজীবী ছিলেন এবং মাতা একজন গৃহিণী। তার শৈশব কেটেছে ঢাকা জেলায়। ধানমন্ডি গভঃ বয়েজ হাই-স্কুল এবং মতিঝিল গভঃ বয়েজ স্কুল ও কলেজে তার জীবনের অনেকটা সময় কেটেছে। পিতার সরকারী চাকুরির সুবিধার্থে তিনি। এস.এস.সি পাশ করেন রংপুর জিলা স্কুল ও এইচ.এস.সি পাশ করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হতে। স্কুল ও কলেজ জীবন থেকেই তার কবিতা ও গল্প লেখার শুরু। বিশ্ববিদ্যালয় জীবনে এসে তিনি আইন বিষয় নিয়ে অনার্স শেষ করেন। তিনি আইন পেশার সাথে জড়িত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি দৈনিক সমকাল পত্রিকায় ফিচার লেখক ও আলােকচিত্র শিল্পী হিসেবে নিয়ােজিত ছিলেন। তার প্রকাশিত। সংকলিত গ্রন্থের সংখ্যা ছয়টি। তার মধ্যে উল্লেখ্যযােগ্য গল্পদ্য প্রথম সংকলন, গল্পদ্য দ্বিতীয় সংকলন, গল্পের আসর, অল্প স্বল্প গল্প অন্যতম। এরই ধারাবাহিকতায় অমর একুশে গ্রন্থমেলা। ২০১৮ তে প্রকাশিত হয়েছিল তার একক কাব্যগ্রন্থ কাব্যশৃঙ্গ। এতে তিনি জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ তে আসছে তার একক। কাব্যগ্রন্থ “নিভৃতে গৌরব’ পার্ল পাবলিকেশন্স থেকে। তার। আলােকচিত্র শিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে। তবুও। ভালােবাসি তােমায় নাটকে আলােকচিত্র শিল্পী হিসেবেও কাজ করেছেন। তাহার তােলা কয়েকটি ছবি নামকরা আলােকচিত্র প্রদর্শনীতে প্রর্দশিত হয়েছে। এছাড়া সহকারী পরিচালক হিসেবে নাটকে কাজ করেছেন। কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। এছাড়া তিনি কবিতায় বাউল তরী। পদক-২০১৮ অর্জন করেন। ভবিষ্যতে লেখালেখি জগতে তার পদচারণা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন।