ফ্ল্যাপ :
কাবা ঘর হলো মুসলিমদের কিবলা। প্রথমে সেই কাবা ঘরই ছিল কাফির-মুশরিকদের দখলে। তখন কাফির-মুশরিকদের নেতা ছিল আবু জাহেল। সে ছিল ভয়ংকর লোক। যে কেউ ইসলাম গ্রহণ করলে সে তার ওপর ভীষণ নির্যাতন করত। সেই কাবা ঘরেই আল্লাহর প্রিয়নবি যখন প্রথম সালাত আদায় করলেন, তখন আবু জাহেল তেলে- বেগুনে জ¦লে উঠে নিবৃত্ত করতে গিয়ে তার সাথে কী হয়েছিল—সেই মজার ঘটনাই এ গল্পে বর্ণিত হয়েছে।