ফ্ল্যাপের কিছু কথাঃ কেন কাঁপন আল্লাহ পাকের সৃষ্ট বিশ্বব্রাষ্মাণ্ডে কোটি গ্রহের একটি হচ্ছে পৃথিবী। সূর্য্যের চতুরদিকে ঘণ্টায় প্রায় এক হাজার মাইল গতিতে পৃথিবী ছুটছে। পৃথিবী নিজের উপরও ঘুরছে। পৃথিবী কাঁপছে কোথাও কোথাও। আমরা বলি ভূকম্পন স্যুনামী। এটি জ্বড় কম্পন।পরিবার, সমাজ ও দেশও কাঁপছে। মধ্যপ্রাচ্যের আরব বসন্ত তার প্রমাণ। পরিবার সমাজ ও দেশের এ জীব কম্পন থেকে মুক্তি পাওয়ার জন্য তথা শান্তি আনয়নের নিমিত্তে যিনি প্রভূ তার শোকর করা একান্ত জরুরী এবং এর মাধ্যমেই মুক্তি আসতে পারে। এই গ্রন্থে সেই জিনিসটি প্রকাশ করার চেষ্টা করা হয়েছে।