ফ্ল্যাপে লিখা কথা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে উপন্যাস যূথবদ্ধ রচিত হলেও এর পিছনে রয়েছে সংগ্রামী জীবনের মহা ইতিহাস। কাহিনীর প্রধান চরিত্র দীলশাত চৌধুরী জন্মগ্রহণ করে তৎকালীন প্রতাপশালী জমিদার পরিবারে। ইংরেজদের দেশ ত্যাগের পর জন্ম নেয় পাকিস্তান; দু’ভাগে, পূর্ব ও পশ্চিম। জমিদারী প্রথা উঠে যেতে থাকে। দীলশাত বড় হয়ে উঠেছে ততদিনে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে। পশ্চিম পাকিস্তান অধিকার হনন তথা ন্যায্য পাওয়া থেকে রঞ্চিত করতে থাকে পূর্ব পাকিস্তানকে। বিপ্লব দানা বেঁধে ওঠে। দীলশাতের মনের মধ্যে জেগে ওঠে বিপ্লবী আগুন। অধিকার আদায়ের রণক্ষেত্রে পাশে এসে দাঁড়ায় তার বাবা। উৎসাহ দেয় ন্যায্য পাওনা বুঝে নেবার।
স্কুলজীবনের ভালোলাগা নিঝুমের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে দীলশাত। কিন্তু পারিবারিক কারণে সামাজিক স্বীকৃতি দিতে পারে না নিঝুমকে। এমনি ঘটনাবহুলতার মধ্যে এগিয়ে যায় যূথবদ্ধ উপন্যাসের কাহিনী।