জুলাই গণ-অভ্যুত্থানের সূচনালগ্ন থেকেই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি স্বৈরাচারী ও এককেন্দ্রিক সরকারের প্রবল নিষ্পেষণের দিনে কোটা আন্দোলনকে যাঁরা সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে নিয়ে যান, তিনি তাঁদের একজন। দ্রুত পরিবর্তিত এবং অনিশ্চিত সেই সময়ে ঝুঁকি নিয়ে তিনি তাঁর সহযোগীদের সঙ্গে নানা পরিকল্পনা করেছেন, সেসব বাস্তবায়ন করেছেন এবং জনতাকে সম্পৃক্ত করে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছেন। এ বই তাঁর সেই আন্দোলনকালের স্মৃতিকথা। তাঁর অভিজ্ঞতার মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বহু জানা-অজানা তথ্য বিশদভাবে পাঠকের সামনে এল। জুলাই গণ-অভ্যুত্থানের চর্চায় এটি এক অনিবার্য বই।
ব্যাক কভার
এ বই জুলাই গণ-অভ্যুত্থানে এক নিবিড় অংশগ্রহণকারীর বিস্তারিত স্মৃতিকথা। এতে প্রথমবারের মতো উঠে এসেছে অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী সেই সময়ের ভেতরের বহু অজানা কথা। ছাত্র-জনতার অভ্যুত্থানকে জানতে ও বুঝতে এ বইটি অপরিহার্য।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। জন্ম ১৯৯৯ সালের ১৪ জুলাই, কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। প্রাথমিক শিক্ষা মা-বাবার হাতে। প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পায়ের খোলা প্রাইমারি স্কুল। স্কুলশিক্ষা পায়ের খোলা হাইস্কুল ও আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চবিদ্যালয়। ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাইস্কুল থেকে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতক। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররাজনীতির সূচনা। জুলাই গণ-অভ্যুত্থানের শুরু থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম সদস্য এবং বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের অংশীদার।