বাংলাদেশের স্বাধীনতার সময় দক্ষিণ এশিয়ার রাজনীতির এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন ভুট্টো। কিন্তু একাত্তরের বাংলাদেশ-যুদ্ধের আগে ও পরে তাঁর ভূমিকা ও তৎপরতার অনেক কিছু আজও অজানা। পাকিস্তানে ভুট্টোর অনেক অনুসারী আছে। নিজেদের রাজনৈতিক ইতিহাসে ভুট্টোকে কোথায় রাখা হবে সে বিষয়ে পাকিস্তান এখনো সিদ্ধান্তে আসতে পারেনি।
দক্ষিণ এশিয়ায় একটা নতুন রাষ্ট্র সৃষ্টিতে ব্যক্তি ভুট্টো ও তাঁর রাজনীতির অবস্থান কোথায় এবং পরবর্তীকালে তিনি কীভাবে খণ্ডিত পাকিস্তানকে নেতৃত্ব দিলেন প্রধানত সে বিষয়ে অনুসন্ধান করা হয়েছে এ বইয়ে। জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিক ভূমিকায় পাকিস্তানের কতটুকু লাভ বা ক্ষতি হলো, দেশটির প্রতিপক্ষগুলো তাঁর ভূমিকাকে কীভাবে দেখেছেÑসেসব বিবেচনায় নিয়েছেন লেখক। এসেছে তাঁর ব্যক্তিজীবনের নানান বিষয়ও।
ইংরেজিতে লেখা ভুট্টোর জীবনীগুলোতে অখণ্ড পাকিস্তানের পূর্ব অংশের রাজনৈতিক ইতিহাসে ভুট্টোর অংশগ্রহণ বিষয়ে অল্পই দৃষ্টি দেওয়া হয়েছে। আবার, ভুট্টোর জীবন-ইতিহাসের অনেকখানি পিপলস পার্টিরও ইতিহাস। এ বইয়ে এসব এড়িয়ে যাওয়া হয়নি। বলা যায়, জুলফিকার আলী ভুট্টোকে তাঁর সমগ্রতায় খোঁজার চেষ্টা আছে এই অনুসন্ধানে।
ব্যাককভার
দক্ষিণ এশিয়ার আলোচিত চরিত্র পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিক জীবন মাত্র দুই দশকের, কিন্তু নিজ দেশের রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে আজও বিতর্ক চলছে। তাঁর ফাঁসি হওয়ার চার দশক পরও তাঁকে নিয়ে আলোচনা থামেনি।
১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সামরিক অভিযানের রাজনৈতিক উসকানিদাতা কিংবা দক্ষিণ এশিয়ায় মানচিত্রের ভাঙাগড়ার অংশীদার হিসেবে শুধু নয়, উপমহাদেশে জাতীয়তাবাদ ও কুলীন রাজনীতির প্রতিনিধি হিসেবেও তিনি আলোচিত। কিন্তু তিনি বা তাঁর মতো কুলীন রাজনীতিবিদদের কাছে কী পেল এ অঞ্চলের মানুষ? এ প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ভুট্টোর জীবন, রাজনীতি ও সময়ের পূর্ণাঙ্গ পুনঃপাঠের ভেতর দিয়ে। ব্যক্তি ভুট্টোর মনস্তাত্ত্বিক সংকট থেকে রাজনীতিবিদ ভুট্টোর ভূরাজনৈতিক ভূমিকার বিস্তারিত তদন্ত এ বই।
আলতাফ পারভেজ
আলতাফ পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে প্রথম স্থান অধিকার করে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেন। নবুয়ের দশকে জান্তাবিরােধী আন্দোলনে সক্রিয় ছিলেন। পরবর্তীকালে সাংবাদিক ও স্বাধীন গবেষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে আগ্রহী দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক ইতিহাস বিষয়ে।
সর্বশেষ প্রকাশিত গ্রন্থ: শ্রীলঙ্কার তামিল ইলম: দক্ষিণ এশিয়ায় জাতি-রাষ্ট্রের সংকট (ঐতিহ্য, ২০১৬) মুজিব বাহিনী থেকে গণবাহিনী (ঐতিহ্য, ২০১৪)
প্রকাশিতব্য গ্রন্থ: যােগেন মণ্ডল ও দক্ষিণ এশিয়ায় বহুজনবাদী রাজনীতির এক পরাজিত অধ্যায়।
Title :
জুলফিকার আলী ভুট্টো : দক্ষিণ এশিয়ার কুলীন রাজনীতির এক অধ্যায় (হার্ডকভার)