ফ্ল্যাপের কিছু কথাঃ আমার দুটি প্রেমের কাহিনি সহ বর্তমান সমাজের বিভিন্ন সমস্যার নিয়ে লেখক তার বইয়ে আমাদের বর্তমান সামাজি প্রেক্ষাপটের বিষয়গুলো কেন ভাল ভাবেই উপস্থাপন করেছেন। আমরা সকলে যদি নিজ নিজ দায়িত্ব পালন করি তবে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আমরা হতে পার উন্নত বিশ্বের একটি দেশ। যার প্রয়োজন এখন আমাদের প্রতিটি মানুষের মধ্যে উপলদ্ধি করা। ভাল মানুষ ভাল দেশ সাথে একটি মধুর প্রেম কাহিনীসহ জীবন সংসারের বাস্তব সব কথা এই উপন্যাসে স্থান পেয়েছে। লেখকের লেখার হাত পরিপক্ক্। তার লেখা চলতে থাকলে সমাজ কিছু পাবে বলে আশা করা যায়। জন্মস্থানের মায়া মাতৃভূমির কথা গ্রাম-গঞ্জের সৌন্দর্য উপভোগ আর শহর নির্ভর না হয়ে গ্রাম কেন্দ্রিক হওয়ার বাস্তব বিষয় উপন্যাসে স্থান পেয়েছে। প্রতিটি মানুষের কাছের বিষয় নিয়ে এই বইয়ের কাহিনীর সাজানো হয়েছে। সম্পর্ক, প্রেম, ভালবাসা এগুলো আমাদের জীবনে নতুন কোন বিষয় নয়। তবে বিষযগুলোকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা সঠিক গ্রহণ করলে লেখার স্বার্থকতা আসবে।