ঢাকা একটি ঐতিহাসিক নগরী। এই নগরীর ইতিহাসের সঙ্গে আমাদের এই ভুখণ্ডের মানুষের সামাজিক, সাংস্কৃতিক এবং নানা স্বপ্ন কল্পনার চিত্র জড়িয়ে আছে। সেদিক থেকে দেখলে এই নগরীর বিকাশ ধারায় আমাদের জনগোষ্ঠীর আশা—আকাক্সক্ষা ও বাস্তব জীবনযাত্রার নানামাত্রিক প্রকাশে কখনো রোমাঞ্চকর কখনো স্মৃতিকাতরতায় অনুপম, কখনো আর্থসামাজিক জীবন প্রবাহের ছেঁায়ায় জীবন্ত।
সে জন্যই ঢাকা নগরীর ইতিহাস, ঐতিহ্য ও বিকাশের ধারাটি লেখক, শিল্পী, ভাবুক, চিন্তক ও ঐতিহাসিকদের নানাভাবে উদ্দীপ্ত করে। তরুণ গবেষক রফিকুল ইসলাম রফিকও এদেরই মতো একজন ঢাকা প্রেমিক। এই শহরের ইতিহাস, ঐতিহ্য, জীবনযাত্রা তাকে নানাভাবে অনুপ্রাণিত করে। এই অনুপ্রেরণাটির এক বিশিষ্ট ফসল “যুগে যুগে ঢাকার ঈদমিছিল” শীর্ষক এই তাৎপর্যপূর্ণ রচনা।