ফ্লাপে কথা সৃষ্টি নিমগ্ন ও আনন্দের। কবিতা, সাহিত্যের এমনি এক সৃষ্টি মাধ্যম যা কবি ও পাঠককে জ্ঞানানন্দের সোপানে পৌঁছে দেয়। অক্ষরের আঁকিবুকি, শব্দ ও বাক্যবিন্যাস কবিতার বিষয়-আসয়ে গেঁথে সৃষ্টি করে অবিনশ্বর ভাস্কর্য, ঠিক তেমনি। জনগণের দুর্মর আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশকে কবি তার কলমকণ্ঠে স্বরচিত কবিতার পঙক্তিমালায় পাণ্ডুলিপি রচেন। কবিতার সূচনা কোথায়, বর্তমান কোথায়, পরিসমাপ্তি কোথায় মনে হয় তা ভেবে কোন কবি কবিতার চরণগুলো সৃজনে লিখনে মেতে উঠেন না। এটা কবির জ্ঞান ও স্বভাবজাত চরিত্র থেকে সৃষ্ট। প্রেম, বিপ্লব, মানবিক মূল্যবোধ কোথায় নেই কবিতার চরণধ্বণি! সভ্যতার কালে কালে, দেশে দেশে যখনি মানুষের মানবিক মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে, তখনি প্রতিবাদে ও অধিকার অর্জনে কবিতা মিছিলে ক’জন কবি যে কথাকাব্য বুনন করেছেন এই পাণ্ডুলিপিতে তার প্রয়াসকে আশা করি লেখক-পাঠক সকলেই অভিনন্দত করবেন। কবি ও কবিতার এই সম্মিলনে তাই আমাদের উচ্চারণ ‘মৈত্রী, সম্প্রীতি, মানবতা কবিতা’। কবিতা হোক বিশ্ব মানবতার কণ্ঠস্বর।
হাবিব সিদ্দিকী আহ্বায়ক, কবিতা উৎসব উদযাপন কমিটি উপদেষ্টা, বাংলাদেশ কবি পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা