আলহামদুলিল্লাহ। আমার দ্বিতীয় কবিতার বই ‘যুদ্ধ ছেড়ে শান্তি ধরো’ প্রকাশ করতে পারছি। এই বইয়ের কবিতাগুলো বিভিন্ন সময়ে লেখার সন্নিবেশ। সিরিয়ান গৃহযুদ্ধ, ইউরোপে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের ভয়াবহতা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার তথা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি নিয়ে লেখা। কিছু কবিতা দিবস কেন্দ্রিক- যেমন, হজ্জ, নাবী দিবস, ভাষা দিবস, নারী দিবস, শিক্ষক দিবস, হৃদয় দিবস, মা দিবস ও কন্যা শিশু দিবসের প্রেক্ষাপটে রচিত। এছাড়া ২০২৩ সালে অসহনীয় দ্রব্যমূল্য ও পরিবেশ বিপর্যয় এবং নাগরিকের জীবনযুদ্ধ, একাধিক প্রিয়জনের মৃত্যু, দু’জন সহকর্মীর বিদায় অভিনন্দন, সমাজে কৃষকের অবদান প্রভৃতি বিষয় এবং একটি প্রার্থনা গ্রন্থিত হয়েছে।
প্রতিভা প্রকাশ-এর কর্ণধার বইটি ছাপানোর দায়িত্ব নিয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন।