নীহার মোশারফ মূলত বড়দের জন্য লেখেন। পাশাপাশি ছোটদের জন্য লেখেন গল্প ও ছড়া-কবিতা। শিশুদের জন্য খুব সহজ-সরল ভাষায় লেখেন তিনি। তাঁর লেখায় শিশুর স্বভাবসুলভ আচরন প্রকাশ পায়। শরতের মেঘ যেমন কেটে কেটে যায়। শিশুর মনের স্বপ্নগুলোও এবং জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ায়। হারিয়ে যায় শরতের মেঘের মতো। শিশুরা যেমন সুন্দর ঠিক লেখকের প্রতিটি লেখার ধরনও সুন্দর। শিশুদের উপযোগী। ‘যোয়া ও নীলপরি’ বইটিতে ৭টি গল্প আছে। প্রতিটি গল্পে শিশুদের শিক্ষনীয় বিষয় আছে। আছে ফুল, পাখি, নদীর কথা। প্রকৃতির অপরূপ শোভা। বইটি শিশুদের সংগ্রহে রাখার মতো।