ভোরের আলোয় রঙিন হলো মনের জানালা এখন আমার নতুন দিনের পথ চলার পালা শুভ সকাল শুভ সকাল ।
কলি ফোটে অলি ছোটে পাখিরা গান গায় রাঙা-রবি দুটি চোখ স্বপনে ভরায় মৃদু বায়ে আশার তরি তুলে যেন পাল।
আকাশ নীলে রোদের হাসি বিভোর করে মন প্রজাপতি ছন্দ তুলে নাচে সারা বন রঙে রঙে থাকুক ভরে জীবন চিরকাল ।
সুব্রত পাল
Overall Ratings (0)