যবনের তীর্থদর্শন এটি একটি ভ্রমণকাহিনি। এর প্রথম অংশ ‘মক্কামদিনা’ পর্ব ২০১৪ সালের আগস্ট থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাট্রিবিউনের সাহিত্য পাতায় ধারাবাহিক প্রকাশিত হয়েছিল। এর দ্বিতীয় অংশ ‘বারদুয়ারী-আদিনা’ পর্ব দৈনিক ভোরের কাগজের সাহিত্য পাতায় ১৯ ডিসেম্বর ২০১৪ থেকে ৩০ মার্চ ২০১৫ পর্যন্ত একইভাবে ধারাবাহিক প্রকাশিত হয়েছিল।এর প্রথম পর্ব মক্কামদিনা নিয়ে এবং দ্বিতীয় পর্ব প্রধানত গৌড়-পান্ডুয়া-মুর্শিদাবাদ নিয়ে। ভ্রমণকাহিনি হিসেবে এটি সাহিত্যিক রসবোধ, ঐতিহাসিক অন্বেষা ও সমাজতাত্ত্বিক বীক্ষণ যুগপৎভাবে ধারণ করে। আমাদের বিশ্বাস এটি পাঠককে ‘দেশে-বিদেশে’র কথা স্মরণ করিয়ে দিবে। মুহম্মদ মুহসিন মুহম্মদ মুহসিনের কেতাবি নাম ড. মোঃ মুহসিন উদ্দীন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। পিএইচডি করেছেন লাতিন আমেরিকান জাদুবাস্তবতা বিষয়ে। সম্পাদনা করেন লিটলম্যাগ ‘ধানসিড়ি’। গ্রন্থ: ‘রবীন্দ্রনাথ: চতুরঙ্গ’ [মূর্ধণ্য প্রকাশিত], ‘দাতব্য কবিতালয়’, ‘সময়ের সম্ভাষণ: হালের কয়েকজন কবি ও লেখক প্রসঙ্গে’, ‘চরিতাভিধান: রাজাপুরের গুণী ও বিশিষ্টজন’, ‘Rulfo’s Contribution to Magic Realism’ ইত্যাদি।