হিসাব-নিকাশ ছাড়া আমরা এক দিনও চলতে পারি না। ঘুম থেকে ওঠার পরই শুরু হয় নানা ধরনের হিসাব। শিক্ষার্থীদের, বিশেষ করে চাকরিপ্রার্থী বা ভর্তি পরীক্ষার্থীদের জন্য কথাটা আরও বেশি প্রযোজ্য। তাই এ বই সবার জন্য। বইটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ৩০ দিনে সবাই শেষ করতে পারেন। এক মাস পরে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সমাধান করা যাবে নিমেষে।
কাজী আকাশ
জন্ম গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে। লেখকের জন্মদিনের সংখ্যাটিকে বাংলায় বলে পক্ষ। আর যে মাসে জন্ম, সেই সংখ্যার অঙ্ক দুটি যোগ করলে পাওয়া যাবে সর্বনিম্ন বিজোড় মৌলিক সংখ্যাটি। জন্ম ৩৭১৫ সালে। না, ভুলে লেখা হয়নি। সংখ্যাটি আসলে অক্টালে দেওয়া আছে। পড়ালেখা করেছেন ঙপীশমড়পীষবা বিষয়ে। বুদ্ধি খাটিয়ে কোডটি ভাঙতে হবে। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সম্পাদনা দলের সদস্য হিসেবে কর্মরত। গণিত, বিজ্ঞান, ইতিহাস, কিশোর সাহিত্যসহ নানা বিষয়ে তাঁর লেখালেখি। পাশাপাশি অঙ্ক ও বিজ্ঞান শেখাতে ভালোবাসেন। অবসর সময় কাটে বই পড়ে এবং ক্রিকেট খেলা দেখে।