বাংলায় স্থানীয় ইতিহাসের ধারনা প্রথম ধারণ করে ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর আমলারা। তাদের সে ধারনার উপর ভিত্তি করে আজ স্থানীয় ইতিহাস পঠন-পাঠন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। সে ধারায় প্রণীত হয়েছে- ‘জসরের ইতিহাস প্রসঙ্গ’ গ্রন্থটি। এটি একটি বহুমাত্রিক স্থানীয় ইতিহাস গ্রন্থ যা জাতীয় ইতিহাস প্রণয়নে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত ও সমাদৃত হতে পারে। এ গ্রন্থের অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জসরের নামকরণ- যেখানে জসর শব্দের উৎপত্তি সম্পর্কে হরিশচন্দ্র তর্কালঙ্কার, আলেকজেন্ডার কানিংহাম, জেমস ওয়েষ্টল্যান্ড, উইলিয়াম উইলসন হান্টার, এল. এস এস. ওমালী, সাতীশচন্দ্র মিত্র, হীরালাল ভট্টাচার্য, জি.এম.এ. লতিফুল বারী প্রমুখের মতামত ইতিহাস, ঐতিহ্য, ভূগোল, ভূতত্ত্ব, প্রত্নতত্ত্ব, সমাজ, সংস্কৃতি, যুক্তিতর্ক ইত্যাদির মাধ্যমে দীর্ঘ বিশ্লেষণ করে সাতটি যুক্তি উপস্থাপনের পর সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হয়েছি যে আরবী শব্দ হতে জসর জেলার নামকরণ হয়েছে। দশটি অধ্যায়ে প্রণীত গ্রন্থটি ইতিহাসের ছাত্র-শিক্ষক, গবেষক, ইতিহাসবিদ, ইতিহাসমোদী পাঠকের চাহিদা পূরণে সক্ষম হতে পারে- এটাই প্রত্যাশা।