আমাকে একটু বলুন তো যে খানা আপনি খান তা দিয়ে আসলেই কী করেন। তা হলে আমি বলে দেব আপনি কে। কেউ কেউ খাদ্যকে তেল, চর্বি আর জৈব সারে রূপ দেয়; কেউ কেউ রূপ দেয় কাজে-কর্তব্যে আর আমোদ-ফুর্তিতে, আর আমি জানি আরও কেউ আছে যারা খাদ্যকে রূপান্তরিত করে ঈশ্বরে। -জোরবা
নিকোস কজন্তজাকিস
খালিকুজ্জামান ইলিয়াস
Overall Ratings (0)