নবম শ্রেণির ছাত্র রাফিদ তার বাবার সাথে মৌলভীবাজার থাকে। চাকুরীর সুবাদে তার বাবার বদলি হয়ে গেলে তাকেও বন্ধুদের ছেড়ে সাতছড়ি চলে যেতে হয়।প্রথমে সেখানে কয়েকদিন মন খারাপ থাকলেও রতন নামের এক সমবয়সী ছেলের সাথে বন্ধুত্ব হয়ে যায়।একদিন দুজনে মিলে সাতছড়ি জাতীয় উদ্যানে যাবার পরিকল্পনা করে। সেখানে গিয়ে খুঁজে পায় প্রাচীন এক বাক্স। কি ছিল সে বাক্সে? কোনো রাজার লুকানো গুপ্তধন নাকি অন্যকিছু? বাক্সটি নিয়ে তারা কি করল? তারা কি জড়িয়ে পরেছিল কোনো জটিল সমীকরণে???