ফ্ল্যাপের কিছু কথাঃ জন্মই আজন্ম অপরাধ উপন্যাসে লেখক এমন এক গ্রামীন অবলা নারীর চরিত্র এঁকেছেন- যা পাঠকের হৃদয় ও চেতনাকে নাড়া দেবে অনায়াসে। এক অসহায় নারী কীভাবে নিগ্রহের শিকার হয়ে অস্তিত্ব সঙ্কটে পড়ে এবং তার স্বপ্ন ভঙ্গ হয় তারই শিল্প সফল ও গতিশীল বয়ান রয়েছে এই উপন্যাসে।
পুরুষতান্ত্রিক সমাজ নারীর জীবনকে কতোটা অধোপতিত করতে পারে, দেখতে পারে কেবলই ভোগের দৃষ্টিতে তারই নিখুঁত বর্ণনা রয়েছে উপন্যাসটিতে । পুরুষের রক্তচক্ষু সব সময় শাসন করে নারীকে, যেখানে নারী কেবলই সেবা বা যৌন দাসী, পরাধীন। পুরুষই নারীকে অসতী বানায়, লূণ্ঠন করে তার চরিত্র নামের মহামূল্যবান রত্নভাণ্ডার । আবার নারীকেই অপবাদ দিয়ে কলঙ্কিত করে পারিবারিক ও সামাজিক ভাবে তার জীবনকে অত্যন্ত দরদ ও দক্ষতার সঙ্গে দেখাতে চেষ্টা করেছেন নারী অবলা কিংবা দুর্বল নয়। অসহায়ত্ব আর পরধীনতার শৃঙ্খল ভেঙে তারও স্বমহিমায় স্বমূর্তিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।