সমসাময়িক কবিদের মধ্যে মোশাররফ হোসাইন অন্যতম আশাবদী তরুণ কবি ও লেখক। ছোটবেলা থেকে যার কবিতার পাঠ শুরু তিনি কবিতা লেখা শুরু করেন কৈশোরে পা দিয়ে, কৈশোরোত্তীর্ণ সময়ে যার কলমে সৃষ্টি হয়েছে ঝরঝরে জিয়ন্ত কবিতা। কবিতায় সময়ের কথা বলা কবি মোশাররফ হোসাইন জীবনানন্দ দাশকে পছন্দের তালিকায় শীর্ষে এবং নিজের গুরুস্থানীয় মনে করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় কবির কবিতা পাঠকের নজর কেড়েছে। ‘জন্মান্ধ রাতের আঁধার’ মোশাররফ হোসাইনের প্রথম কবিতার বই।