‘এবার বসন্তে তোমাকে একটি গোলাপ দেব ভেবেছিলাম। গোলাপ ছেঁড়া হল না আর, রিক্ত-বিষণ্ন মনে গোলাপের কিছু ঘ্রাণ বাতাসে উড়াতে গিয়ে প্রজাপতির সঙ্গে দেখা হলে বলল-ডানায় ছড়িয়ে দাও, আমি তোমার অমিত স্পর্শ পৌঁছে দেব তার অধরে-তুমি যাকে চাও।’ এমনি সব সহজ-সরল শব্দের গাঁথুনিতে গড়ে উঠেছে জনারণ্যে একাকী কাব্যগ্রন্থের কবিতাগুলো। নাসির আহমেদ কাবুলের কবিতা মানে শব্দের পরে সাজানো শব্দের এক মায়াজাল, যা পড়তে শুরু করলে মোহগ্রস্তের মত এগিয়ে যেতে হয়। আর পাঠশেষে ভালোলাগার পরশ থেকে যায় মনের গহীনে।