কাঙ্ক্ষিত আবেদনএকদিন আমি তোমার বাড়ি যেতে চাই
গেরুয়া বসন আর একতারা হাতে,
তোমার দুয়ারে দাঁড়াতে চাই।
আমি গাইতে চাই কোনো বাউল গান
দেখতে চাই তোমার চটুল চোখে উদাসী বান,
আমি বুঝতে চাই তোমার অনুরাগের টান।
একদিন আমি তোমাকে কাছে চাই
চিবুকে আঙুল ছুঁইয়ে তোমার বন্ধ চোখে
লজ্জার গভীরতা মাপতে চাই।
আমি স্পর্শ করতে চাই কোনো আনকোরা রোম
অনুভব করতে চাই তোমার বুকের ওম
উত্তর পেতে চাই কে বেশি নরম,
অহংকারী তুমি নাকি গলে যাওয়া মোম।
একদিন আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখতে চাই
ভোর রাতে তক্ষকের ডাকে চমকে যাবার মতো
তোমাকে শিহরিত করতে চাই।
আমি তোমার কাজলের কালোয় কলঙ্ক এঁকে দিয়ে
কানাই পাগলের মতো উল্লাস করতে চাই।
আমি তোমায় ভালোবাসতে চাই।
আমি মরণ উপেক্ষা করে প্রতিশোধ নিতে চাই।
অপেক্ষায় থাকো।