যমজ দুই ভাই। একজন ভালো, অন্যজন মন্দ। এদের নিয়েই মহাজটিল এক ধাঁধায় পড়ে গেছে অয়ন, জিমি আর রিয়া। কে যে আসলে ভালো, আর কে মন্দ, সেটাই বোঝা দায়।
টাকা তুলতে গিয়ে ব্যাংক ডাকাতির মধ্যে পড়ে গেল অয়ন-জিমি। চেষ্টা করেও থামাতে পারল না ডাকাতকে, তবে দেখে ফেলল তার চেহারা। সে রাতে একই চেহারার আরেক লোক এসে হাজির। ডাকাতের যমজ ভাই বলে নিজের পরিচয় দিল সে। ওদের অনুরোধ করল তার ভাইকে খুঁজে দিতে। বান্ধবী রিয়াকে নিয়ে পলাতক ডাকাতের খোঁজে বেরিয়েই হতবুদ্ধিকর অবস্থার মধ্যে পড়ে গেল অয়ন আর জিমি। ক্রমেই ঘনিয়ে উঠল রহস্য। দেখা দিল সন্দেহ আর অবিশ্বাস। দুই যমজের মধ্যে কে ভালো আর কে মন্দ, তা নিয়েই বেধে গেল গন্ডগোল।
ইসমাইল আরমান
কিশাের থ্রিলার অয়ন-জিমি। বানরের হাত ইসমাইল আরমান ছােট্ট একটা বানরের হাত-চিমসে এইটুকুন হয়ে গেছে। অনেক পুরনাে। আর সেটার মালিকানা নিয়েই বাধল গােল। এক দিকে কোরাব নামের অদ্ভুত সাজসজ্জার এক লােক, আরেক দিকে যাযাবর একদল জিপসি। ব্যাপার কী? ওটার জন্য সবাই পাগল হয়ে উঠেছে কেন? তদন্তে নামতে হলাে অয়ন, জিমি আর রিয়াকে। প্রাচীন এক স্কেচবুক, ব্রোঞ্জের মূর্তি, আর দুর্বোধ্য ধাঁধা... সব কিছু মিলিয়ে মাথা খারাপ হবার দশা ওদের। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ। কে সে?