শ্রীমঙ্গল তথা সিলেট বিভাগের সাংবাদিকতা অঙ্গনের উজ্জ্বল মুখ ইসমাইল মাহমুদ। ১৯৮৯ সাল থেকে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসমাইল মাহমুদের পিতা মরহুম মাে. কালা মিয়া ছিলেন একজন প্রকৃত সমাজসেবক । তিনি শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মা মরহুমা হােসনে আরা বেগম ছিলেন গৃহিণী।
ইসমাইল মাহমুদ ইতােমধ্যে কাজ করেছেন দৈনিক মুক্তকণ্ঠ, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক খবর, দৈনিক রূপালী, সাপ্তাহিক ২০০০, সাপ্তাহিক ছুটিসহ অসংখ্য পত্রিকায়। তিনি শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক শ্রীভূমি ও সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি। পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।