‘ভালোবাসা নদীর জলে ডুবতে ডুবতে বললো, তবে আমি যাই...’ ভালোবাসা এমনই। পুরনো ঢাকার চিরকেলে জীবনযাপন, রুচিবোধ, রসিকতা আর নরনারীর বিচিত্র জীবন উপাখ্যানের দলিল এই উপন্যাস। ‘জল বলে ঘোলা হই’ পড়তে পড়তে এক রহস্যমাখা যাদুতে, এক ঘোর লাগা আচ্ছন্নতায় নিজেকে জড়াবেন পাঠক। এই লেখায় পুরনো ঢাকাকে, ঢাকার জীবনকে নতুন করে লেখক মেলে ধরেছেন আমাদের সামনে। শক্তিমান গল্পকার মাহবুব রেজা টান টান কাহিনীর এক অদ্ভূত সূতোয় পাঠককেও যে তার লেখার মধ্যে জড়িয়ে ফেলবেন তা চোখ বন্ধ করে কবুল করি।