ফ্ল্যাপের কিছু কথাঃ হঠাৎ রিমির বিয়ে হয়ে গেল। আর বাবুর জীবনটা থমকে গলে সেখানেই। কিন্তু তারপরও বাবুর সাথে রিমির দেখা প্রতিদিন। জীবন সম্বন্ধে রিমিরি এখনকার কথা গুলো বাবুর কাছে খুবই অর্থহীন মনে হয় । বাবু বুঝতে পারে ওকে রিমির জীবন থেকে দূরে সরে যেতে হবে। চেষ্টা করে কিন্তু প্রতিবারই কোন না কোন অদৃশ্য সূতার টানে বাবুকে ফিরে আসতে হয় রিমির কাছে। আর এই ফিরে আসার কষ্টের স্বাদ নিয়েই তাদের দুজনের দিন কাটে। এক সময় বাবু জড়িয়ে পড়ে নুজাত নামের মিষ্টি এক মেয়ের সাথে । সামান্য কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারে বাবু ওর কাছে কি চায়? অবশেষে নুজাত সিন্ধান্ত নেয় -সেটা বাবুর নতুন জীবনের শুরু অথবা সমাপ্তির....