অক্টোবর মাসটা দারুণ যাচ্ছে। প্রতিদিন ঝলমলে রোদ্দুর। ক্ষয়াটে বিষণ্ণ আলোটা এখনও চেপে বসেনি শহরের গা ছুঁয়ে। রোহানের আজ ছুটি। নিউইয়র্ক ঘুরে আসা যেত উইকেন্ডের সাথে দুটো দিন যোগ করে।
সে গেলেই রাইনা আর মায়ের পাত্রী দেখা অভিযান শুরু হবে। পার্কে, রেস্টুরেন্টে, ম্যানহাটনে, জ্যাকসন হাইটসেও পাত্রী। সব জায়গায় অ্যান্টেনা পুঁতে রাখে। পাত্রীরাও এক একজন। গামলা গামলা মেকাপে নিজেকে চুবিয়ে আধ হাত লম্বা পাঁপড়ি লাগিয়ে, ঠোঁটে নখে আজগুবি কমলা, নীল, সবুজ রঙ মেখে সঙ সেজে আসে পাত্র দেখতে।
নিউইয়র্ক নিপাত যাক। বরং, কাজকর্ম করে শীত কেটে যাক। উদয়াস্ত পরিশ্রম করলে সে ভালো থাকে। ছুটির দিনে সমস্যা হয়ে যায় সময় নিয়ে।
রোহানকে বেশি ভাবতে হলো না। ফোন করেছে তার বস, টনি গলজালেস। লোকটা দেখতে দৈত্যাকৃতির। মানুষটা ভালো। খাটায় বেশি। আজকে রোহানের ছুটি, তবু ফোন করেছে। টরন্টো পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে যেন আর কেউ নেই রোহান ছাড়া। শালার বুড়ো! ক্লজেট খুলে জিনস বের করল। কালো শার্ট, ছাই রঙা সোয়েটার। কালো মোজা আর বুট পরে নিয়েছে। হুম, পঞ্চাশ সেকেন্ড। নিজের ক্ষিপ্রতায় মুগ্ধ।
মেসি এসে ঘুরছে আশেপাশে। কয়েকবার মুখে চেটে দিলো। লেজ নেড়ে গরর শব্দ করে প্রতিবাদ করছে। কথা ছিল, আজকে অনেক খেলাধুলা হবে। প্যাকেট থেকে খাবার বের করে ঢেলে রাখল বাটিতে, পানির পাত্রে পানি।
মাথায় হাত রেখে বলল, টনিটা এত খাটায়। একদিন শালার খবর নেবো আমি। বুড়ি লরেনকে বলে যাচ্ছি। ফিরতে দেরি হলে তোকে বাইরে নিয়ে যাবে। নো দুষ্টুমি, বিহেইভ লাইক আ গুড বয়।
বাড়িটা খুঁজে পেতে একদম সময় লাগেনি। ৪০১ হাইওয়ে থেকে বের হয়ে পাঁচ মিনিট পরেই সেই বাড়ি যেখানে ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স, কয়েকটা পুলিশের গাড়ি এবং নিউজ চ্যানেল পুরো রাস্তা দখল করে রেখেছে। আশ্চর্য ! কী এমন ঘটেছে এখানে যে, গোয়েন্দা লাগবে?
সিঙ্গেল হাউজ বাড়িটির মূল্য এখনকার বাজারে দরে দুই/আড়াই মিলিয়ন হবে। কাস্টম ডিজাইন বাড়িটিতে বিত্তের ছাপ স্পষ্ট। দুটো গ্যারাজ নিয়ে বিশাল ড্রাইভওয়ে। গুগলে দেখাচ্ছে দশ বছরের পুরনো বাড়িটি বিক্রির জন্য লিস্টেড।
টনি এই শীতেও ঘামছে। রুমাল বের করে কপাল মুছল।
–বিক্রির জন্য লিস্টেড হয়েছে দুই সপ্তাহ আগে। হোম ইনস্পেকশন করতে গিয়ে ইন্সপেকটর এক জায়গায় ফাটল আবিষ্কার করে গতকাল। আজকে সকালে এসে আবারও পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বাড়ির পেছনের আঙ্গিনায় অস্বাভাবিক জিনিস পায়। বাড়ির মালিক বাংলাদেশী কানাডিয়ান। মার্কহ্যাম পুলিশ জানিয়েছে, মাটি খুঁড়ে হিউম্যান বডি পাওয়া গেছে। খুব পুরোনো নয়।
–হুম, বাংলাদেশী শুনেই আমাকে ডাকার কথা মনে পড়েছে। বুঝলাম।
–আই নো, মাই বয়। তোমার ছুটি ছিল। তুমি যত সহজে কমিউনিটি থেকে খবর বের করতে পারবে, অন্যরা তা পারবে না।