কোনো একটা কনটেন্টকে জোঁকের মতো চেপে ধরে তার কস বের করতে করতে জোস উপস্থাপনাই, আমার দৃষ্টিতে জোকস। বিশাল তার পরিধি। রিয়েল লাইফ জোকস, গুড নিউজ এন্ড ব্যাড নিউজ জোকস, সায়েন্টিফিক জোকস, এনিমেল জোকস, ট্র্যাপ জোকস, রোমান্টিক, ফিকশন, নন ফিকশন, পলিটিক্যাল জোকস থেকে ফ্লপ জোকস, কী নেই জোকস রাজত্বে!
জোকস বা কৌতুক অনেক আগে থেকেই সাহিত্যের একটি স্বীকৃত অংশ, যা মিনিয়েচার সাহিত্য এর অন্তর্গত। মিনিয়েচার রম্য সাহিত্যের গুরুত্ব কিন্তু কম নয়। একটা ছোট্ট জোকসের ভেতরেও থাকতে পারে দম ফাটানো হাসির উপাদান থেকে শুরু করে প্রতিবাদের ঠাসা বারুদ, হাই ফিলোসফি।
জোকস এর এ বইটি একটু অন্যরকম। বিষয় ভিত্তিক করে উপস্থাপনের চেষ্টা করেছি। এতে যাদের উপকার হবে, তাঁরা নিঃসংকোচে চা খাওয়াতে পারেন। কিছু মনে করব না।