১৯২৩ সালে ‘মৌচাক' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত 'যকের ধন'। বাংলা রহস্য-রোমাঞ্চ সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি এই উপন্যাস; যা বাংলা সাহিত্যের চিরকালীন সম্পদ। যকের ধন বাংলা সাহিত্যের প্রথম ক্লাসিক। এর আগে বাংলা সাহিত্যে কম-বেশি থ্রিলার, অ্যাডভেঞ্চার উপযোগী বই লেখা হয়েছিল; তবে কিশোরদের উপযোগী গল্প এটিই প্রথম। ঠাকুরদার রেখে যাওয়া গুপ্তধন উদ্ধারের শ্বাসরুদ্ধকর কাহিনি পাঠক মহলকে সর্বদা জাগিয়ে রাখে।