তিনি আহমেদ সাহেব, হ্যাঁ 'জনৈক আহমেদ সাহেব'
যার জন্ম ১৯৪২ সালের শেষ দিকে। অর্থাৎ ভারতীয়। দেখেছেন ভারত পাকিস্তান ভাগ হতে, আবার দেখেছেন পাকিস্তান থেকে বাংলাদেশের। একটি দীর্ঘ সময় পারি দিয়ে আজ এখানে, কালজয়ী জীবনের সাক্ষী তিনি, জীবনে অনেক কিছু দেখেছেন, নিজেই বহন করেন ইতিহাস। দীর্ঘ এই সময় পারি দিতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘান ঘটন-অঘটন, চড়াই-উৎরাই পেরিয়েছেন।
'জনৈক আহমেদ সাহেব' বাঙালি মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ একজন মানুষ।
পুরো উপন্যাসটি সত্য ঘটনা অবলম্বনে লেখা কখনো উনার জীবনে হাসি এসেছিল, আবার কখনো দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় চুরমার হয়েছে, বারবার হয়েছে আশা হতো সেখানে ছিল এক রাশ হতাশা, ছিল ব্যর্থতা, আবার কখনো মুখ বুঝে সহ্য করতে হয়েছে অনেক অন্যায়, বেরিয়ে এসেছে হৃদয় নিঙড়ানো চিৎকার কিন্তু যে কষ্টগুলোর শব্দ কেউ কখনো শুনেনি।
বইটিতে ওঠে এসেছে কীভাবে একটা মানুষ তার পরিবারের জন্য নিজের সবটুকু দিয়ে লড়ে যান। ওঠে এসেছে জীবনের কানায় কানায় ঘটে যাওয়া জীবনের চরম সত্য কাহিনি।