

জোহানেসবার্গে জিঘাংসা (হার্ডকভার)
বইঃজোহানেসবার্গে জিঘাংসা লেখকঃ Arun Kumar Biswas লেপার্ড ভিউ,জেব্রা লজ জিরো জিরো ডবল সেভেন। দক্ষিণ আফ্রিকার গটেং প্রোভিন্স,যার রাজধানী স্বর্ণশহর জোহানেসবার্গ! নাম শুনেই যেন পিলে চমকে যায়! ভয়ে আতঙ্কে সহসা বুকের ভেতরটা ধক করে ওঠে! বিষাক্ত গোখরোর মতো শিরদাঁড়া বেয়ে নেমে যায় শিরশিরে শীতল স্রোত। জেনেশুনে ভয়ংকর চিতাবাঘের ডেরায় বসতি গড়া চাট্টিখানি কথা। বিখ্যাত জেমস বন্ডের আদলে জেব্রা লজের কোড নেম “জিরো জিরো ডাবল সেভেন” জাপান,কলকাতা,বাংলাদেশ আর প্রিটোরিয়ান কিশোর হিমেলবাহিনীর দুর্ধর্ষ অভিযান --মিশন মিডনাইট ফেইরি। মাঝরাতে সহসাই কানে আসে তীক্ষ্ম আর্তনাদ। বিষাক্ত সাপের ছোবল আগলে বসে আছে আকাশ। হাতির দাঁত স্মাগলার বয়সনের ষড়যন্ত্রের শিকার হয় লেডি রিপোর্টার মিস অরিবু। জিমিকে ফ্রেশরুমে আটকে কার্বন মনোক্সাইড স্প্রে ছিটিয়ে অচেতন করে ফেলে দিশমনের দল। মারা পড়ে নিপাট ভালো ছেলে টনি মরসিন। স্কুইরেল মাস্কির হাতর তারের ফাঁস । অলোকিক ক্ষমতাধর জুলুনেতা খে- খে- খে নাকি ব্ল্যাক মামবার বিষ খেয়ে বেঁচে আছে নব্বই বছর। কে এই খে- খে- খে? বয়সনের সাথে তার কীসের খাতির? আকাশ বাঁচবে তো কুখ্যাত স্মাগলার বয়সনের কবল থেকে? জানতে হলে অবশ্যই পড়তে হবে বইটি।
SIMILAR BOOKS
