গ্রন্থের শিরোনাম "জগৎ বিবর্তনে উদ্দেশ্যবাদ ও মানবদর্শন”। এই অধ্যায়ে আমাদের প্রথম পর্বে আলোচনায় থাকছে- মানবদর্শন সম্পর্কে।
এবার সংক্ষিপ্ত আলোচনায় থাকছি, দর্শন কি? মানবদর্শন কি? এই প্রসঙ্গ নিয়ে।
ইংরেজিতে যাকে philosophy বলা হয়, বাংলায় এরই প্রতিশব্দ হল- দর্শন। গ্রিক শব্দদ্বয়- যেমন philas এবং sophia, এই দুই শব্দের মিলিত রূপ হল 'philosophy'। গ্রিক philas শব্দের ইংরেজি অর্থ হল 'loving', বাংলায় যার অর্থ 'ভালবাসা বা অনুরাগ'। তেমনি 'sophia' শব্দের ইংরেজি অর্থ 'knowledge', বাংলায় যার অর্থ 'জ্ঞান'। সুতরাং philosophy শব্দের ধাতুগত অর্থ হল 'জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালবাসা'।
মানসবন্ধু ব্রহ্মচারী
Title :
জগৎ বিবর্তনে উদ্দেশ্যবাদ ও মানবদর্শন (হার্ডকভার)