রোগলক্ষণ কিছুই নেই, ডাক্তারখানায় চটজলদি টেস্ট করে দেখলেন পজিটিভ, অথবা খুব ভুগছেন কিন্তু টেস্ট বলছে নেগেটিভ। এদিকে টেস্ট কিটের গায়ে লেখাঃ রোগ থাকলেই টেস্টে ধরা পড়বে। বেইজ থিয়োরেম বলে দেবে, পরীক্ষায় রোগ ধরা পড়লে সত্যিকারের অসুখ থাকার সম্ভাবনা, আর সত্যিকারের অসুখ বাসা বাঁধলে পরীক্ষায় তা ধরা পড়ার সম্ভাবনা - মোটেও এক নয়, জানতে হবে রোগটি কি বিরল? ঠিক যেমন, অপরাধীর সাথে অভিযুক্তের আপাত সাদৃশ্য থাকলেই বলা যায় না, অভিযুক্ত-ই অপরাধী। জানতে হবে কতটা বিরল সেই সাদৃশ্য? কাজে লাগবে প্রোসিকিউটর'স ফ্যালাসি। অথবা, দুটো চিকিৎসাপদ্ধতি তুলনা করতে গিয়ে দেখা গেলো, প্রথমটি পুরুষদের জন্যেও শ্রেষ্ঠতর, মহিলাদের জন্যেও, কিন্তু সবাইকে একত্র করলেই উল্টে যাচ্ছে হিসেব। ভুল নয়, সিম্পসন'স প্যারাডক্স। তেমনিই ধাঁধার মত, সারভাইভারশিপ বায়াস, কার্যকারণ - কজালিটি, অথবা চ্যালেঞ্জারের দুর্ঘটনা, আরও কত কী! বাছাই-করা বাজে খবরের স্রোতে হাবুডুবু খেতে খেতে, কঠিন-সহজ-ফেলনা সিদ্ধান্তের ঝামেলা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতেই পড়ে নিন সেইসব কয়েকটি গল্প।
জ্যোতিষ্ক দত্ত
Overall Ratings (0)