বৃষ্টি বিলাসপুর এলাকার নাম আগে শোনেনি স্বদেশ। এখানে বোধহয় আকাশের রঙই ধূসর। মেঘ মাত্রই কালো মেঘ। বাতাস মানে বৃষ্টির আগের ঝিরঝির বাতাস। সারাক্ষন বৃষ্টি আর মাটির মিশ্র ঘ্রাণ বিদ্যমান। মনে হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এই “ঠিক”টা ভুল! এ যেন চিরপরিচিত জগতের একটা রেপ্লিকা! একটা লোক এগিয়ে আসছে স্বদেশের দিকে! লোকটা খুব চেনা! অনেকটা তার মতই লাগছে! না তার মতন না! সে-ই! সে নিজেই নিজের দিকে আসছে! আজকে কি স্বদেশের সাথে স্বদেশের দেখা হবে?