জীবন খাতায় কালির অধরে
শূন্য খাতায় কিছু লিখে রেখে যাই,
জীবন যখন চলছিল তখন ছিলাম-
বেজায় ভালো
হাসিমাখা মুখে জীবন উপভোগ করেছি।
কোথা ও না বলার কেউ ছিল না,
চাওয়ার আগে চলে আসত সব
তবুও কত মান অভিমান
পাওয়ার যেন ছিল না শেষ।
কোথায় হারিয়ে গেল সেদিনগুলো
চোখের নিমেষে সব হয়ে গেল শেষ!
ভালো ছিলাম, ভালোবাসা ছিল-
এখন হায়, সম্মান আছে ভালোবাসা নাই।<
মনোয়ারা ভূঁইয়া
Overall Ratings (0)