আশুরা অর্থ দশম। মহররম মাসের দশম দিনকে আশুরা বলা হয়। ৬০ হিজরীতে পাপিষ্ঠ ও নরখাদক ইয়াযিদের হাতে বাইয়াতে অস্বীকার করার প্রেক্ষীতে ইমাম হুসাইনকে হত্যা করার ইয়াযিদী নির্দেশ পালনে মদীনার গভর্ণর পদক্ষেপ নিলে ইমাম হুসাইন মদীনা ত্যাগ করে মক্কাতে আশ্রয় নেন। কিন্তু সেখানেও ইমামের প্রাণ নিরাপত্তাহীনতার সমুক্ষীণ হয়। পরিশেষে নিরূপায় হয়ে কুফাবাসীদের দাওয়াত গ্রহণ করে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু ইয়াযিদের নিয়ােগকৃত গভর্ণর উবাইদুল্লাহ ইবনে যিয়াদ অবৈধ খলিফা ইয়াযিদের নির্দেশিত পদক্ষেপ গ্রহণ করার নিমিত্তে ইমামের কাফেলাকে কারবালার মরুভুমিতে ঘেরাও করে ফেলে। আর তখন ইয়াযিদের অবৈধ শাসন ক্ষমতাকে অস্বীকার করার কারণে ইমাম হুসাইন ও তার কাফেলার উপর নেমে আসে জুলুম অত্যাচারের এক বিভিষিকাময় হত্যাকান্ড, যা ইতিহাসে নজিরবিহীন। পরিশেষে ৬১ হিজরীর আশুরার দিনে এই ভুখন্ডে ইমাম হুসাইন, তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও তাঁর সঙ্গী-সাথীরা পিপাষার্ত অবস্থায় অসংখ্য তীর, বল্লম, খঞ্জর ও তলােয়ারের আঘাতে জর্জরিত হয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেন।