বিশ্ব-রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন গত শতকের রাজনীতির কেন্দ্রীয় চরিত্রসমূহের অন্যতম। জিন্নাহকে নিয়ে তুমুল আলোচিত বইগুলোর একটি With the Quaid-i-Azam During His Last Days। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ইলাহি বখশ জিন্নাহর শেষ ষাট দিনের বিবরণী এঁকেছেন চাক্ষুষ অভিজ্ঞতায়। একজন চিকিৎসকের দৃষ্টিতে জিন্নাহর স্বাস্থ্যগত বিষয় প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক, কিন্তু সেই দিনলিপিতে ওঠে এসেছে পাকিস্তানের রাজনীতির অনেক অজানা অধ্যায়ও।
.
বইটির মূল অংশের দৈর্ঘ্য খুব একটা বিস্তৃত নয়। কিন্তু বিভিন্ন সময়ে লেখা বইটির ভূমিকাগুলোই বইটিকে কিছুটা বিস্তৃতি দিয়ে মাঝারি আকারের বইয়ে পরিণত করেছে। এই বিস্তৃত ভূমিকাগুলো বইটির ঐতিহাসিক মূল্যমান প্রমাণ করে। ভূমিকাগুলোর গুরুত্ব বিবেচনায় বইটির সর্বশেষ প্রকাশিত সংস্করণে এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলের অনুসরণে অনুবাদেও এগুলো যুক্ত রাখা হয়েছে।
.
বইটি বেশ কয়েকবার নিষিদ্ধ হয় পাকিস্তানে। কারণ, পাকিস্তান সরকারকে বিব্রত করবে—এমন অনেক উপাদানই বইটিতে আছে। সত্য তিক্ত হলেও এর মুখোমুখি দাঁড়ানোতে আছে একটি আলাদা স্বাদ। সেই স্বাদ আস্বাদনে পাঠের আমন্ত্রণ—জিন্নাহর জীবনের শেষ ষাট দিন।
আনোয়ার হোসেইন মঞ্জু
জন্ম শেরপুর জেলায়, ১৯৫৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স। পেশা হিসেবে সাংবাদিকতা শুরু করেন ১৯৭৭ সালে। ১৯৮৩ সালে জার্মানির বার্লিনে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা লাভ করেন । তিনি বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর প্রথম বাংলাদেশি ফেলাে হিসেবে রয়টার্স-এর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও রাজনীতি বিষয়ে পড়াশােনা করেন ১৯৮৮-৮৯ সালে । ১৯৯২-৯৩ সালে কমনওয়েলথ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রােগ্রামের ফেলােশিপ লাভ করে ভারতীয় পার্লামেন্টের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অফ কন্সটিটিউশন অ্যান্ড পার্লামেন্টারি স্টাডিজ-এ সংবিধান ও পার্লামেন্টের ওপর পড়াশােনা করেন।
দীর্ঘ চার দশকের পেশাজীবনে তিনি বেশ কয়েকটি জাতীয় দৈনিকের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তার শেষ কর্মস্থল ছিল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। ১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জনপ্রিয় মাসিক ম্যাগাজিন ‘নতুন ঢাকা জাইজেস্ট'-এর সম্পাদক ছিলেন তিনি। সাহিত্যের প্রতি অনুরাগের কারণে অনুবাদের কাজে হাত দেন এবং প্রায় তিন দশকে ৪৫টি পাঠকপ্রিয় গ্রন্থ অনুবাদ করেছেন, যার মধ্যে নােবেল বিজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজ-এর কায়রাে ট্রিলজি, উইজডম অফ খুফু, থেবস অ্যাট ওয়ার, আইভাে অ্যানড্রিচ-এর দ্য ব্রিজ অন্য দ্য দিনা, ভিএস নাইপল-এর হাফ অ্যা লাইফ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ-এর মেমােরিজ অফ মাই মেলানকোলি হােরস, ওরহান পামুক-এর ইস্তাম্বুল মেমােরিজ অ্যান্ড দ্য সিটি উল্লেখযােগ্য।
এছাড়া তিনি খুশবন্ত সিং-এর ট্রেন টু পাকিস্তান, দিল্লি, দ্য কম্প্যানি অফ ওম্যান, টুথ লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস, বারিয়্যাল অ্যাট সী, দ্য সানসেট ক্লাব, আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গেল, উইলিয়াম ড্যালরিম্পল-এর দ্য লাস্ট মােগল, হােয়াইট মােগল, সিটি অফ জ্বিনস, নিকোলাও মানুচির মােগল ইন্ডিয়া, ওরিয়ানা ফালাচির ইন্টারভিউ উইথ হিস্টরি, আমিন মালােফ-এর সমরকন্দ, কোলম্যান বার্কস-এর দ্য সােল অফ রুমী, জি এল গ্যারেট-এর দ্য ট্রায়াল অফ বাহাদুর শাহ জাফর, মির্জা হাদি রুসওয়া’র ওমরাও জান, গুলজারএর মির্জা গালিব এবং অন্যান্য গ্রন্থ অনুবাদ করেছেন ।