সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাঁর প্রশংসা করি এবং তাঁর সাহায্য, ক্ষমা ও হেদায়াত প্রার্থনা করি। আমাদের নফসের খারাবী হতে এবং আমাদের মন্দ কর্ম হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে হেদায়াত দেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারেনা। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, কেউ তাকে পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মা’বূদ নেই। নেই তাঁর কোন অশংীদার বা সহযোগী এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ (সমাহার) তাঁর দাস ও প্রেরিত রাসূল ।
পবিত্র কুরআনের দ্বারা রোগের চিকিৎসার অনুশীলন কিছুকালের জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছিল এবং অতি অল্প সংখ্যক বিদ্বানের নিকট ছাড়া এতটাই অজানা হয়ে পড়েছিল যে, লোকেরা যাদুকর আর ভবিষ্যদ্বক্তাদের ছাড়া অন্য কোন কিছুর কথা জানত না। হাতুড়ে বৈদ্যের পণ্যদ্রব্য আর প্রতারণা জনপ্রিয় হয়ে উঠল। তখন সৃষ্টিকর্তা ইচ্ছে করলেন যে, এ ক্ষেত্রে কাজ করার জন্য কিছুসংখ্যক নিষ্ঠাবান দ্বায়ী (আল্লাহর পথের দিকে আহ্বানকারী) তৈরি হোক। এটার প্রচলনের মৃত্যুর পর তারা আবার এটাকে পুনর্জীবিত করলেন যারা কুরআন দ্বারা রোগের চিকিৎসা করতেন, তাদের চিকিৎসা আর তেলাওয়াতের জন্য কোন পারিশ্রমিক নিতেন না। তারা তাদের পারিশ্রমিক আশা করতেন একমাত্র আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার অধিকারীর নিকট, কতই না মহান তিনি, কতই না উচ্চ মর্যাদাবান ।
শায়খ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালী
Title :
জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা (হার্ডকাভার)