জিগোলো (হার্ডকভার)
"জিগোলো" লেখকঃমালিহা তাবাসসুম ঢাকা শহরে ঘটছে সিরিয়াল কিলিংয়ের ঘটনা। কিছুদিন পরপর শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে র্যাপিং পেপারে মোড়ানো গিফট বক্স; আর সেই গিফট বক্সের ভিতরে সুদর্শন কোনো যুবকের কাটা মাথা ও পুরুষাঙ্গ। কাটা মাথায় ট্যাটু দিয়ে লেখা বিচিত্র কবিতার লাইন আর দুর্বোধ্য কিছু শব্দ। সেই শব্দের ছক থেকে গোয়েন্দারা উদ্ধার করেন "জিগোলো" শব্দটা। আরও বুঝতে পারেন রহস্যময় সিরিয়াল কিলারের পরবর্তী শিকার আদর নামের অতি সুদর্শন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণ। "জিগোলো" শব্দটা আমাদের দেশে তেমন প্রচলিত কোনো শব্দ নয়। যেসব পুরুষ অর্থের বিনিময়ে বিত্তশালী নিঃসঙ্গ নারীদের সঙ্গ প্রদান করে বা তাদের শয্যাসঙ্গী হয়- মূলত সেই ধরনের পুরুষদের বুঝাতে জিগোলো শব্দের ব্যবহার হয়। এই জিগোলোরাই সিরিয়াল কিলারের টার্গেট। ডিজিএফআইয়ের গোয়েন্দারা এই সিরিয়াল কিলিংয়ের রহস্য উদঘাটনে আদাজল খেয়ে নামে। সেই সাথে রহস্যময় খুনির পরবর্তী টার্গেট আদরকে বাঁচিয়ে রাখার জন্যও নেয় বিভিন্ন পদক্ষেপ। ডিজিএফআইয়ের প্রাণান্তকর চেষ্টা তাদেরকে রহস্য উদঘাটনের দোরগোড়ায় নিয়ে যায়। শেষ পর্যন্ত কি তারা বাঁচাতে পেরেছিল আদরকে? রহস্য কি উদঘাটন করতে পেরেছিল? জানতে হলে বইটি শেষ পর্যন্ত পড়তে হবে। শেষ অধ্যায়ের চমকটা আমার ভালো লেগেছে। সম্পূর্ণ উপন্যাসটি আগ্রহ নিয়ে পড়েছি, পড়তেও বেশ ভালো লেগেছে। তবে, সিরিয়াল কিলারের ব্যাক্তিগত আক্রোশ মেটাতে যে খুনগুলো করা হচ্ছে তাতে তার বন্ধু বা আন্তর্জাতিক হ্যাকার সংগঠনের সাহায্য করাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি।