জীবনানন্দ দাশ মানেই বাংলা কবিতার পুরোহিত। তাকে ছাড়া তো বাংলা কবিতার কথা চিন্তাই করা যায় না। বাংলা কবিতাকে যতটুকু আধুনিক করা গিয়েছে, ততটুকু জুড়েই কিন্তু তিনি। এই জীবনানন্দ দাশ এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাসুদুল হক এবারের বইটি সাজিয়েছেন চমৎকার আয়োজনে। সাহিত্যের পাঠকদের জন্য বইটি কাজে দেবে দারুণভাবে।