পাঠক ও কবির কাছে তিনি আজও উজ্জীবনী প্রদীপ। টিমটিমে আলোর মতো ঝাপসা কখনও। কখনও মাঠে-ঘাটে কখনও নীলিমায় বিলীন। সব মিলিয়ে তিনি আজও অধরা। তারই কয়েকটি দিক্ উন্মোচনের প্রয়াস ‘জীবনানন্দ : জীবন ও সাহিত্যদর্শন’।
ড. শিবশঙ্কর পাল
Title :
জীবনানন্দ : জীবন ও সাহিত্যদর্শন (হার্ডকভার)