"জীবন স্ক্রিপ্টেড নয়" জীবনে চলার পথে আমরা কত কিছুর সম্মুখীন হয়। কিছু সমস্যা থেকে উত্তরণ হতে অনেক কষ্টসাধ্য হয়ে যায় এ সমস্যা থেকে উত্তরণের জন্যই " জীবন স্ক্রিপ্টেড নয়"জীবনে সফলতা আমরা সবাই চাই। পাহাড়সম স্বপ্ন সাধনা ও অবিরত চেষ্টা থাকলে সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছা যায়। এমন অনেক নজির রয়েছে ইতিহাসের পাতায় পাতায়। ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাবো-সফলতার মূলমন্ত্র হচ্ছে হার না মানা। বিদ্যুতের মতো সক্রিয় থেকে এগিয়ে চলা দুর্বার গতিতে। খোলা চোখে স্বপ্ন দেখা। সে সাধনায় মনের ভেতরে চেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় শপথ নেয়া। সবচে' বড়ো কথা হলো হিম্মত রাখা। আর সে মতে চলে, চেষ্টা করে একদিন ঠিকই স্বপ্নের লক্ষ্য ভেদ করে আরো আরো উপরে সমাসীন হওয়া পসিবল। তার জন্যে প্রয়োজন স্বপ্ন সাধনা শক্তি সাহস ও চরম উদ্যমত। কিছু না করলে সফলতার মুখ দেখা যায় না। চেষ্টা না করলে সফল হওয়া সম্ভব না। সব বাঁধা উপেক্ষা করে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছুতে হবে। আর সফলতার সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবার মন্ত্র এবং মুক্তোর মতো দামি কথাগুলো আমরা পড়বো "জীবন স্ক্রিপ্টেড নয়"-এর প্রতিটি পৃষ্ঠার ভাঁজে ভাঁজে। সহজ ও সাবলীল ভাষায় সানন্দে।