ভুমিকা লাইফ ফিকশন অর্থাৎ জীবন কল্পকাহিনী গ্রন্থটি মহাশূন্যের প্রাণের উদ্ভ ও প্রাণের জীবনপ্রবাহের পটভূমিতে রচিত একটি উপন্যাস। আমাদের এই পৃথিবী থেকে সীমাহীন দূর-দূরান্তের গ্রহ-নক্ষত্র, ধুমকেতু, উল্কাপিন্ড, ছায়াপত্রে প্রাণির অস্বিত্ব, প্রাণির জীবনধারা দেখিয়েছি এই উপন্যাসটিতে। তাই লাইফ ফিকশন উপন্যাসের একটি ভিন্নধারা বরে দাবী করতে পারি। মহাশূন্যের গ্রহ-নক্ষত্র সম্পর্কে সঠিক ধারণা দূরূহ। তাই আমি বইট লিখতে যেয়ে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রচিত গ্রন্থ, সাময়িকীর সাহায্য নিয়েছি। আমার জানা মতে, কোন ভুল তথ্যের উপর ভিত্তি করে কিছু লিখিনি। তবুও যদি কোনো অসঙ্গতি থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। সিদ্দিক আহমেদ