জীবন যদি হতো নারী সাহাবির মতো
তারা ছেড়ে এসেছিলেন আয়েশি জীবন, চাকচিক্যময় দুনিয়া; রঙিন আর স্বাপ্নিক সব মুহূর্ত। তারা ছুটে চলেছিলেন এক ধ্রুব সত্যের পানে, যে সত্য নিয়ে এসেছিল এক ভিন্ন জীবন, ভিন্ন ভুবন। তারা ডুব দিলেন এক পবিত্র, শুভ্র-সফেদ জীবনসমুদ্রে। তারা তুলে আনলেন মণিহার, মুক্তোর মালা। তাদের জীবনালেখ্যে কত না সংগ্রাম, কত না ত্যাগ আর হারানোর গল্প লুকিয়ে আছে। সে গল্পগুলোই আমাদের আয়না। আয়নার নাম 'জীবন যদি হতো নারী সাহাবির মতো', এই আয়নায় আমরা দেখে নেব নিজেদের অবয়ব। নিজেদের ভুল-ভ্রান্তি আর শূন্যতাকে পূর্ণতায় রুপ দিতে চলুন মেলে ধরি সেই আয়না... বই: জীবন যদি হতো নারী সাহাবির মতো
আমরা ডুবে আছি বিলাসিতা এবং ঝাকজমক আয়ম্বময় জীবন পাড়ি দেওয়ার চিন্তায়। সুখের জন্য ঢালছি কাড়ি কাড়ি টাকা। কিন্তু কখনো ভেবে দেখেছি কি, আসলে আমরা যা ভোগ করছি তা প্রকৃত সুখ কি না। লেখিকা এই ব্যাপারটা বুঝানোর জন্যই হয়তো জীবন যদি হতো নারী সাহাবির মতো বইটি লিখেছেন। বোনের লেখনিতে ফুটে উঠেছে সর্বকালের মহামানব মুহাম্মাদ (সা) এবং উনার সাহাবীগণের সাধারন জীবন যাপনের উল্লেখযোগ্য কিছু ঘটনা। এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে, আমাদের বর্তমান জীবনকে সুন্দর ও সুখময় করে তুলতে পারি। আর এই জন্যই বইটি পড়া প্রয়োজন। আশা করি বইটি মুমিন ভাই ও বোনদের জীবন বদলে দেওয়ার ভুমিকা পালন করবে।