ফ্ল্যাপের কিছু কথাঃ আমরা প্রতিদিন নানান সমস্যার সম্মুখীন হচ্ছি, এর কোনটির সমাধান সম্ভব, কোনটির নয়। কঠিন বাস্তবতা স্বীকার করেই প্রত্যেক মানুষকে জীবনযাপন করতে হয়। জীবনকে এগিয়ে নিতে হলে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে এবং জীবনে প্রতিষ্ঠার জন্য জ্ঞানচর্চা তথা পড়াশোনার বিকল্প নেই।
আমাদের সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ দিন দিন বদলে যাচ্ছে। প্রতিনিয়ত প্রত্যেক মানুষকে বিরূপ পরিবেশের মুখোমুখি হতে হয়। এদেশে দ্রুত নগরায়ন ঘটছে, বাড়ছে যন্ত্রের ব্যবহার, আর মানব চরিত্রে পড়ছে যান্ত্রিকতার ছাপ। মানবিক গুণাবলি দ্রুত হ্রাসমান। ফলে সহজ, সরল, সৎ, নিরহংকারী, পরোপকারী মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আর একশ্রেণীর মানুষেরা স্বার্থপরতা ও অনৈতিক কর্মকাণ্ডে চারপাশের পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে কিশোর-তরুণরা কি ভূমিকা পালন করতে পারে। তা এ বইয়ের প্রতিটি গল্পে একমাত্র ইশতিয়াকের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। জীবন গড়ার জন্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এরকম একজন দৃঢ়চেতা তরুণ ইশতিয়াক, যাকে অনুরণ করলে তরুণরাই লাভবান হবে বেশি্, আর সমাজ হব উপকৃত ।
ফোরকান আহমদ তাঁর প্রতিটি গল্প আমাদের বর্তমান প্রতিবেশ ও পরিবেশ অত্যন্ত সুন্দরভাবে উপস্থান করেছেন। এ গল্পগুলো পড়লে তরুণরা সহজেই নিজের জীবন গড়ার জন্য কী করতে হবে তা নিজেরাই নির্বাচন করে নিতে পারবে এবং তারা সহজেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।